ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৯ এপ্রিল ২০২৫  
ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীনের

ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে চীন। রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র চায়না ডেইলির একটি সম্পাদকীয়তে এ আহ্বান জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, বর্তমানে চীনের রপ্তানিকারকদের ওপর শুল্কের হার ১০৪ শতাংশ। এর ফলে চীনা রপ্তানিকারকরা বিপর্যস্ত হয়ে পড়েছেন।

জাপান, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য এশীয় অর্থনীতির সাথে বেইজিংয়ের সহযোগিতার কথা উল্লেখ করে চায়না ডেইলিতে বলা হয়েছে, “বাণিজ্যিক স্বৈরশাসনের বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য যেন জয়লাভ করতে পারে।

একটি পৃথক লেখায় ‘মুক্ত বাণিজ্য এবং বহুপাক্ষিকতা সমুন্নত রাখার’ জন্য ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেছেন বেইজিং “এই ধরনের আধিপত্যবাদী এবং গুন্ডামিমূলক আচরণের দৃঢ় বিরোধিতা করে এবং কখনই তা মেনে নেবে না।”

চীনের মন্থর অর্থনীতির জন্য ট্রাম্পের এই শুল্ক এক কঠিন সময়ে এসেছে। কারণ বর্তমানে চীনের অভ্যন্তরীন ব্যয় এখনো দুর্বল এবং রপ্তানি এখনো প্রবৃদ্ধির একটি প্রধান চালিকাশক্তি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়