ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০ বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করলো ইইউ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৯ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৫২, ৯ এপ্রিল ২০২৫
২০ বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করলো ইইউ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০ বিলিয়ন ইউরোরও বেশি মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে।

ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্কের বিপক্ষে বুধবার ইইউ তাদের প্রথম পদক্ষেপ গ্রহণ নিলো। বাড়তি শুল্ক আরোপিত পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন, মোটরসাইকেল এবং প্রসাধনসহ অন্যান্য পণ্য।

ইউরোপীয় কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র যদি সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ আলোচনার ফলাফলে সম্মত হয়, তাহলে এই পাল্টা ব্যবস্থাগুলো যেকোনো সময় স্থগিত করা যেতে পারে।”

১৫ এপ্রিল থেকে নতুন এই শুল্ক কার্যকর করবে ইউরোপীয় কমিশন।

বিবৃতিতে বলা হয়েছে, “ইইউ মার্কিন শুল্ককে অযৌক্তিক ও ক্ষতিকারক বলে মনে করে, যা উভয়পক্ষের পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়