সেমিকন্ডাক্টর চিপের ওপর শিগগির শুল্ক আসছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সেমিকন্ডাক্টর চিপের ওপর শুল্কের হার ঘোষণা করতে যাচ্ছেন, তবে এ খাতের কিছু কিছু কোম্পানি ছাড় পাবে।
ব্রিটিশ বার্তা সংস্থা বলছে, চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন সম্পূরক শুল্ক থেকে স্মার্টফোন ও কম্পিউটার পণ্য যে ছাড় পেয়েছিল তার মেয়াদ যে ক্ষণস্থায়ী হচ্ছে, ট্রাম্পের নতুন ঘোষণায় তা-ই বোঝা যাচ্ছে।
রবিবার (১৩ এপ্রিল) ওয়েস্ট পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্প বলেন, “আমরা অন্যান্য অনেক কোম্পানির জন্য এটা কম জটিল করতে চেয়েছি। কারণ, আমরা নিজেদের চিপ, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য জিনিস আমাদের দেশেই তৈরি করতে চাই।”
স্মার্টফোনসহ কিছু পণ্যের ওপর তারপরও করছাড় থাকবে কি না, এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। তবে বলেছেন, “আপনাকে কিছুটা নমনীয় হতেই হবে। কারও এতটাও অনমনীয় হওয়া উচিত না।”
এর আগে শুক্রবার হোয়াইট হাউজ ট্রাম্পের পারস্পরিক শুল্ক থেকে স্মার্টফোন ও নানান ইলেকট্রনিক্স পণ্য ও তা বানানোর উপকরণকে ছাড়ের আওতায় রাখলে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ থেকে প্রযুক্তি খাত রেহাই পেতে পারে এবং স্মার্টফোন, ল্যাপটপসহ নানান পণ্য ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকবে এমন একটা আশা সৃষ্টি হয়েছিল।
কিন্তু রবিবার ট্রাম্পের নতুন ঘোষণা তাতে জল ঢেলে দিল বলে মন্তব্য বাণিজ্য বিশ্লেষকদের।
ঢাকা/ফিরোজ