ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:৪৪, ১৫ এপ্রিল ২০২৫
জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকরা

যুক্তরাজ্যের একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালের শল্যচিকিৎসকেরা গত বছরের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলন চলাকালে আহত ২০ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থীর দৃষ্টি ফিরিয়ে আনতে সাহায্য করেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। 

প্রতিবেদনে বলা হয়, লন্ডনের মুরফিল্ডস চক্ষু হাসপাতালের পরামর্শক চক্ষু বিশেষজ্ঞ মাহি মুকিত এবং নিয়াজ ইসলাম গত মাসে ঢাকা সফর করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে তারা ঢাকায় এসেছিলেন। 

আরো পড়ুন:

মাহি মুকিত এবং নিয়াজ ইসলাম ঢাকায় এসে ১৪ থকে ৩০ বছর বয়সী ১৫০ জন রোগীর চিকিৎসা মূল্যায়ন করেন। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার সময় ওই রোগীদের চোখে গুলির আঘাত লাগে। তাদের বেশির ভাগই গত বছর প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন।

যুক্তরাজ্যের বিশেষজ্ঞ শল্যচিকিৎসকেরা দুই দিনে ২৪ জন রোগীর দৃষ্টিশক্তি বাঁচাতে অস্ত্রোপচার করেন। যাদের অস্ত্রোপচার করা সম্ভব হয়নি, তাদের পুনর্বাসনের পরিকল্পনা দেওয়া হয়।

মুরফিল্ডসের জ্যেষ্ঠ ভিটেরিওরেটিনাল পরামর্শক মাহি মুকিত বলেন, “এই মানুষদের সাহায্য করার জন্য আমন্ত্রিত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এটি আমাদের সবার জন্য এক ব্যাপক অভিজ্ঞতা ছিল।” তিনি আরো বলেন, “যারা মাসের পর মাস ধরে দৃষ্টিশক্তি হারিয়ে জীবনযাপন করছিলেন, তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে পারাটা সত্যিই এক সৌভাগ্যের।”

মাহি মুকিত জানান, তিনি যেসব রোগীর চিকিৎসা করেছেন তাদের মধ্যে একজনের নাম রোহান। তার দুই চোখেই গুলি লেগেছিল। তিনি বলেন, “তার দুই চোখই অন্ধ হয়ে গিয়েছিল, যার মধ্যে একটি চোখের অবস্থা ছিল একেবারে আশাহীন। অন্য চোখে আমাদের অস্ত্রোপচার তার রেটিনাল ডিটাচমেন্ট বা রেটিনার বিচ্যুতি ঠিক করেছে এবং ক্ষতিগ্রস্ত টিস্যু সরিয়ে ফেলেছে। আমরা আশা করছি, অস্ত্রোপচারের পর তার দৃষ্টি ক্রমশ উন্নত হবে।”

মাহি মুকিত আরো জানান, রোমেল নামে আরেকজন রোগীও গুলির আঘাতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। অস্ত্রোপচারের মাধ্যমে তারও একটি চোখের রেটিনা ডিটাচমেন্টও মেরামত করা হয়েছে।

বিশেষজ্ঞরা আরো জানতে পারেন যে, মিনহাজ নামের ২০ বছর বয়সী এক রোগীর চোখে গত জুলাইয়ের ঢুকে পড়া বুলেট এখনো রয়ে গেছে। সেগুলো অপসারণ এবং এর ফলে চোখের যে ক্ষতি হয়েছে, তা সারিয়ে তোলার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হয়।

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসে বিক্ষোভের সময় আনুমানিক ১,০০০ জন চোখে আঘাত পেয়েছিলেন। ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) চিকিৎসকদের কাছ থেকে জরুরি চিকিৎসা সেবা নিচ্ছেন প্রায় ৭০০ জন।

মুরফিল্ডস হাসপাতালের বিশেষজ্ঞরা ঢাকার এনআইওএইচ হাসপাতালে চিকিৎসা সেবা জোরদার করার জন্য স্থানীয় ডাক্তারদের চিকিৎসা ও অস্ত্রোপচার প্রশিক্ষণও প্রদান করেছেন।

মুরফিল্ডসের সিনিয়র মেডিকেল রেটিনা বিশেষজ্ঞ নিয়াজ ইসলাম বলেন, “এনআইওএইচ-এর সহকর্মীদের সাথে আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়