ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:৪৭, ১৫ এপ্রিল ২০২৫
গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়ালো

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ওই সময় থেকে নির্বিচারে বেসামরিক নাগরিককে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। হামলা বন্ধে আন্তর্জাতিক আহ্বান কিংবা সমালোচনাকে কানে তুলছে না ইসরায়েল সরকার। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন। ১৮ মার্চ ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে সর্বশেষ পরিসংখ্যানে নিহতের সংখ্যা এক হাজার ৬৩০ জন এবং আহতের সংখ্যা চার হাজার ৩০২ জনে দাঁড়িয়েছে। গাজায় ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ৫১ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৩৪৩ জন আহত হয়েছেন

বিবৃতিতে বলা হয়েছে, “কিছু সংখ্যক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়