আমি কোনো ভুল করেছি তার প্রমাণ নেই: টিউলিপ

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, তিনি ভুল কিছু করেছেন, এমন কোনো প্রমাণ কোথাও নেই। প্লট দুর্নীতির মামলায় বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেছেন।
সোমবার লন্ডনে নিজের বাড়ির বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেছেন বলে জানিয়েছে স্কাই নিউজ।
টিউলিপ বলেন , তিনি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের শিকার।”
পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের মামলায় ঢাকার একটি আদালত রবিবার টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সেই তালিকায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নাম রয়েছে।
বাংলাদেশি কর্তৃপক্ষের কেউ তার সাথে যোগাযোগ করেনি উল্লেখ করে টিউলিপ বলেন, তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ মুখোমুখি হচ্ছেন।
শেখ হাসিনার ভাগ্নি বলেন, “আমি কোনো মন্তব্য করে এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে মর্যাদা দিতে পারি না। কর্তৃপক্ষ আমাকে হয়রানি করার চেষ্টা করছে।”
তার দাবি, “আমি কোনো ভুল করেছি তার কোনো প্রমাণ নেই।”
ঢাকা/শাহেদ