ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলোচনার বাঁধা হিসেবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলাকে দায়ী করছে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২২ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:২৮, ২২ এপ্রিল ২০২৫
আলোচনার বাঁধা হিসেবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলাকে দায়ী করছে রাশিয়া-ইউক্রেন

স্থগিত হওয়া শান্তি আলোচনার পথে বাঁধা হিসেবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো দায়ী করেছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার দুই দেশের পক্ষ থেকেই একে অপরকে দোষারোপ করা হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধৈর্য হারাচ্ছেন। দুই দেশ যদি দ্রুত আলোচনায় না বসে তাহলে তিনি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে সরে আসবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইস্টারের জন্য একতরফা একদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। কিয়েভ এটিকে মূলত একটি কৌশল হিসেবে উড়িয়ে দিয়েছে। উভয় পক্ষ একে অপরকে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৩০ দিনের জন্য বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় পুতিন জানিয়েছেন, তিনি এটি বিবেচনা করবেন।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সরাসরি আলোচনা করতে আগ্রহী। কিন্তু আলোচনার অনুমতি দেওয়ার জন্য কিয়েভকে ‘আইনগতভাবে এই ধরনের যোগাযোগের বাধাগুলি দূর করতে হবে।’

মস্কো নিয়মিতভাবে পুতিনের সাথে আলোচনায় বাধা দেওয়ার জন্য জেলেনস্কির স্বাক্ষরিত একটি ডিক্রি সম্পর্কে অভিযোগ করে।

জেলেনস্কি বলেছেন, “বেসামরিক অবকাঠামোর উপর হামলা বন্ধ করার আমাদের প্রস্তাবটিও টেবিলে রয়ে গেছে। এই আলোচনায় জড়িত হওয়ার জন্য রাশিয়ার প্রকৃত প্রস্তুতি প্রয়োজন।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়