ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করছেন চীনারা: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২৩ এপ্রিল ২০২৫  
রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করছেন চীনারা: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীনা নাগরিকরা রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করছেন। মস্কো চীন থেকে চুরি করা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। মঙ্গলবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন।

কয়েকদিন আগে জেলেনস্কি জানিয়েছিলেন, চীন রাশিয়াকে অস্ত্র ও বারুদ সরবরাহ করছে। তবে চীন দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীনা রাষ্ট্রদূত মা শেংকুনকে তলব করেছে এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে চীনের জড়িত থাকার বিষয়ে ইউক্রেনের ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছে।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, তারা যেন সরকারি চ্যানেলের মাধ্যমে চীন সরকারের কাছে তাদের অনুসন্ধানের বিষয়ে তথ্য পাঠায়।

তিনি বলেন, “আলাদাভাবে আমি ইউক্রেনের নিরাপত্তা সংস্থাকে ড্রোন কারখানায় কাজ করা চীনা নাগরিকদের সম্পর্কে বিস্তৃত প্রকৃতির তথ্য চীনা পক্ষের কাছে হস্তান্তর করতে বলেছি। আমরা বিশ্বাস করি যে রাশিয়া হয়তো চুরি করেছে - চীনা নেতৃত্বের সাথে চুক্তির বাইরে এই নাগরিকদের সাথে একটি চুক্তি করেছে - এই প্রযুক্তিগুলি চুরি করেছে।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়