ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনে রেস্তোরাঁয় আগুন, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:০৯, ২৯ এপ্রিল ২০২৫
চীনে রেস্তোরাঁয় আগুন, নিহত ২২

উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছে। মঙ্গলবার চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানায়নি চীনা কর্তৃপক্ষ। 

প্রেসিডেন্ট শি জিনপিং এটিকে ‘গভীরভাবে দুঃখজনক শিক্ষা’ বলে অভিহিত করেছেন এবং স্থানীয় কর্মকর্তাদের দ্রুত আহতদের চিকিৎসা দেওয়ার, আগুনের সূত্রপাতের কারণ নির্ধারণ করার এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন।

সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগে। 

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরের একটি আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটেছে। 

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উজ্জ্বল কমলা রঙের আগুন রাস্তার পাশে একটি দোকানের সামনের অংশে পার্ক করা গাড়ির পাশাপাশি গ্রাস করছে। রেস্তোরাঁটি থেকে ধোঁয়ার বড় কুণ্ডুলি বের হতে দেখা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে এটি ছিল সর্বশেষ ঘটনা। এপ্রিল মাসে, উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিংহোমে বয়স্কদের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে ২০ জন নিহত হন।

গত বছর আবাসিক এলাকায় গ্যাস বের হয়ে কমপক্ষে দুটি বড় মাত্রার বিস্ফোরণের ঘটনা ঘটে। একই বছরের মার্চ মাসে হেবেই প্রদেশের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে দুইজন নিহত এবং ২৬ জন আহত হয় এবং সেপ্টেম্বরে দক্ষিণ শেনজেন প্রদেশের একটি বহুতল ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়