ভোটার তালিকা সংশোধন আতঙ্কে পশ্চিমবঙ্গে মর্মান্তিক ঘটনা
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। এই পদক্ষেপের মূল উদ্দেশ্যগুলোর একটি হলো- বেআইনি বিদেশি অভিবাসীদের নাম চিহ্নিত ও অপসারণ করা।
এনআরসি আতঙ্কে মঙ্গলবার (২৮ অক্টোবর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়ায় ৫৭ বছর বয়সী প্রদীপ কর নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ওই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটেনি। এরই মধ্যে একই আতঙ্কে নিজের জীবন শেষ করার চেষ্টা আরো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা-২ ব্লকের বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের জিতপুর গ্রামে।
মঙ্গলবার থেকে ভারতের পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে চালু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা (এসআইআর)। নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী, ভারতীয় ভোটারদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
কিন্তু সেই তালিকায় নাম বিভ্রাট-এর কারণে বিষ খেয়ে জীবন শেষ করার চেষ্টা করলেন বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের জিতপুর গ্রামের বাসিন্দা খায়রুল শেখ নামে এক ব্যক্তি। ২০০২ সালের ভোটার তালিকায় ‘খাইরুল শেখ’ এর পরিবর্তে রয়েছে ‘খইরুল শেখ’। ফলে খাইরুল ও খইরুল- নাম বিভ্রাটে আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যক্তি। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে আশঙ্কায় ছিলেন ওই প্রৌঢ়।
এরপরই বুধবার দুপুরে ঘাস মারার ওষুধ খেয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকেরা দ্রুত তাকে কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসারত অবস্থায় রয়েছেন খায়রুল।
খবর পেয়ে এদিন হাসপাতালে যান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, বুড়িরহাট-২ নম্বর অঞ্চল সভাপতি দীপক বর্মনসহ জেলার শীর্ষ তৃণমূল নেতারা। খায়রুলের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। যদিও গোটা ঘটনায় ব্যাপক শোরগোল জেলার রাজনৈতিক মহলে।
অভিজিৎ দে ভৌমিক জানান, “এসআইআর ভয়ঙ্কর রকমের একটা আতঙ্ক তৈরি করেছে। ওই ব্যক্তির আসল নাম খাইরুল, যদিও ভোটার তালিকায় তার নাম এসেছে খইরুল। ফলে কেবলমাত্র একটি ‘আকার’ না থাকার কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তার মনে ভয় ঢুকেছিল যে তাকে হয়তো ডিটেনশন ক্যাম্পে রাখা হতে পারে বা বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। সেই আতঙ্ক থেকেই তিনি বিষ পান করেছিলেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। তিনি এখন ভালো আছেন।”
ঢাকা/সুচরিতা/ফিরোজ