ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসআইআর আতঙ্ক: তিনদিনে পশ্চিমবঙ্গে ২ জনের আত্মহত্যা

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ৩০ অক্টোবর ২০২৫  
এসআইআর আতঙ্ক: তিনদিনে পশ্চিমবঙ্গে ২ জনের আত্মহত্যা

ভারতজুড়ে শুরু হওয়া ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ‘এসআইআর’ আতঙ্কে পশ্চিমবঙ্গে প্রাণ গেলো আরো এক ব্যক্তির। এই নিয়ে গত তিন দিনে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনজন। যাদের একজনকে প্রাণে বাঁচানো সম্ভব হলেও দুজনের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের তোলাপাড়া এলাকায়। যদিও বীরভূম জেলার ইলামবাজারে অবস্থিত তার মেয়ের বাসায় আত্মহত্যা করেন ক্ষিতীশ চন্দ্র মজুমদার নামে ৯৫ বছর বয়সী ওই বৃদ্ধ। বৃহস্পতিবার এই ঘটনায় শোকের ছায়া নিয়ে এসেছে এলাকায়।

ভারতের নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই ক্ষিতীশ মজুমদারের। কার্যত তখন থেকেই মানসিক চাপে ছিলেন তিনি। তার আশঙ্কা ছিল নাম না থাকার কারণে এসআইআর শুরু হলে তাকে হয়তো দেশ থেকে বিতাড়িত করা হতে পারে। অবশ্য ২০০২ সালের পরবর্তী ভোটার তালিকাগুলিতে তার নাম ছিল।

ক্ষিতীশের কন্যা পুতুল বিশ্বাস বলেন, “চারপাশে এনআরসি এবং এসআইআর নিয়ে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তা গ্রাস করেছিল আমার বাবাকেও। যদিও এই বিষয়ে তিনি কিছু বলতেন না। অধিকাংশ সময় মনমরা হয়ে থাকতেন। সেই থেকেই তার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল।  যা থেকে এই ভয়ঙ্কর পরিণতি।”  

ঘটনার খবর পেয়েই রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের বিধায়ক ও দলের জেলা সভাপতি সুজয় হাজরা সব দলের শীর্ষ নেতারা ওই ব্যাক্তির বাড়িতে যান।

স্থানীয় সুত্র জানিয়েছে, ক্ষিতীশ মজুমদার ১৪ বছরের বেশি সময় ধরে মেদিনীপুর পুরসভার ১ নং ওয়ার্ডের তোলাপাড়া এলাকায় বসবাস করছিলেন। সেখানে নিজের বাড়িও করেছেন। সেখানে থাকতেন ছেলে ও নাতি-নাতনি। 

নাতনি হিরুবালা মজুমদার জানান তার দাদুর ভোটার কার্ড ছিল না। অতি সম্প্রতি সেই ভোটার কার্ড তৈরি হয়। দাদুর মত তার পরিবারের অন্য সদস্যরা যথেষ্ট আতঙ্কিত আর এই ঘটনা নিয়ে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) আতঙ্কে গত মঙ্গলবারই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মহাজাতি নগর এলাকায় একটি আত্মহত্যার ঘটনা ঘটে। ওইদিন সকালবেলায় নিজের ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার হয় প্রদীপ কর নামে ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির। এই ঘটনায় যথেষ্ট চঞ্চল্য ছড়িয়ে পড়ে। গত বুধবার আত্মহত্যার চেষ্টা করেন বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের জিতপুর গ্রামের বাসিন্দা খায়রুল শেখ। ২০০২ সালের ভোটার তালিকায় খাইরুল শেখ’ এর পরিবর্তে রয়েছে ‘খইরুল শেখ’। ফলে খাইরুল ও খইরুল- নাম বিভ্রাটে আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যক্তি। 
 

সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়