ব্রিটেনে চলন্ত ট্রেনে হামলা, ৯ জনের অবস্থা আশঙ্কাজনক
ব্রিটেনে ডনকাস্টার থেকে কিংস ক্রসগামী একটি চলন্ত ট্রেনে হামলা হয়েছে। ছুরিকাঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ের (এলএনইআর) ট্রেনটি ডনকাস্টার থেকে রওনা দেয়। যাত্রাপথে ট্রেনের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাটিকে ‘বড় ধরনের ঘটনা’ বা মেজর ইনসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। তদন্তে সহায়তা করছে সন্ত্রাসবিরোধী ইউনিট।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে যাত্রীরা একাধিকবার জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে ট্রেনটি কেমব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনে জরুরি ভিত্তিতে থামানো হয়। এরপর সশস্ত্র পুলিশ দ্রুত ট্রেনে উঠে দুইজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।
পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি বলেন, “কী ঘটেছে তা জানতে জরুরি তদন্ত চলছে। জনগণকে গুজব বা অনুমান না করার আহ্বান জানানো হচ্ছে।”
হামলার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এসে সবাইকে নিরাপদে সরিয়ে নেয়। রাতভর ফরেনসিক টিম ও পুলিশ তল্লাশি চালায় এবং তদন্তকারীরা প্রমাণ সংগ্রহে কাজ করছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে ২০১১ সাল থেকে ছুরিকাঘাত ধারাবাহিকভাবে বেড়েই চলেছে।
এই পরিস্থিতি এখন এতটাই গুরুতর হয়েছে যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে ‘জাতীয় সংকট’ হিসেবে বর্ণনা করেছেন।
গত এক বছরে সরকারের অভিযানের অংশ হিসেবে পুলিশ প্রায় ৬০ হাজার ছুরি জব্দ করেছে বা মানুষ স্বেচ্ছায় জমা দিয়েছে। জনসমক্ষে ছুরি বহনের অপরাধে যুক্তরাজ্যে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
ঢাকা/ইভা