ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পাজি কুকুরের কাণ্ড (ভিডিও)!

কামরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩১, ৩১ অক্টোবর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাজি কুকুরের কাণ্ড (ভিডিও)!

মদের বোতল মুখে কুকুটি

ডেস্ক রিপোর্ট : কুকুর সবচেয়ে প্রভুভক্ত মতবাদটি বেশ প্রাচীন। মানুষের সবচেয়ে কাছের সহযোগীও নাকি কুকুর! তত্ত্বটি আমার নয়। কদিন আগে এক গবেষণায় এমনটাই বলা হয়েছিল। সেটাই প্রমাণ পেলেন পেলেন মার্কিন পলিম্যাথ বেঞ্জামিন ফ্রাংকলিন।

বয়স্কা স্ত্রীর সঙ্গে নিজে বাড়িতে থাকেন তিনি। তাদের সঙ্গী বহুদিনের পোষা কুকুর। কোনো আদেশ ছাড়াই মনিবের জন্য ফ্রিজ থেকে মদের বোতল এনে দিচ্ছে পাজি কুকুটি।

হাফিংটনপোস্টে প্রকাশিত একটি ভিডিওচিত্রে দেখা যায়, পোষা কুকুরটা তার মনিবের কাছ থেকে ছুটে গেল ফ্রিজের দিকে। ফ্রিজের হাতলে এক টুকরো কাপড় দেখা যায়। ওই কাপড় ধরে টান দেয় কুকুরটি। দরজা খুলে যায়।

এর পর মদের একটা বোতল দুই ঠোঁটে চেপে ধরে। ছুটে আসে মনিবের কাছে। না, ফ্রিজের দরজা খুলে রেখে আসেনি সে। দরজা জোরে ধাক্কা মেরে বন্ধ করার পরই সে ফিরে আসে। মুখে করে মদের বোতলটা নিয়ে হাজির হয় মনিবের সামনে। তার মুখ থেকে মদের বোতলটা হাতে নেয় কুকুরটির মালিক।

সামাজিক যোগাযোগ সাইটি ভিডিওটি বেশ সারা জাগিয়েছে।

তথ্যসূত্র :  হাফিংটন পোস্ট।

 

 


রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৪/কামরুজ্জামান

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়