ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

শেরপুরে আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

শাকিল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ২৫ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেরপুরে আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

শেরপুর প্রতিনিধি : জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বারান্দা থেকে পুলিশ হেফাজতে থাকা এক হত্যা মামলার আসামি হ্যান্ডকাপ খুলে পালিয়ে গেছে। 

 

সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক বুলবুল আহম্মেদ, ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও জেলা পুলিশ সুপারকে বিচার কাজে দায়িত্ব অবহেলার জন্য জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দিয়েছেন।

 

জানা গেছে, জেলার নালিতাবাড়ী থানার (জিআর মামলা নং ৪৫/১৫) আসামি মো. হাফিজুর রহমানকে (৩০) সোমবার দুপুরে জেলা কারাগার থেকে আদালতে হাজির করার জন্য আনা হয়। পরে কোর্ট পুলিশ বেলা ১টার দিকে আদালতের হাজতখানা থেকে পলাতক ওই আসামিসহ বিভিন্ন মামলার আরো ১২ জন আসামিকে হ্যান্ডকাপ পরানো অবস্থায় সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর এজলাসে নেওয়ার পথে এজলাস ভবনের বারান্দা থেকে কৌশলে আসামি হাফিজুর রহমান হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়।

 

এ সময় কর্তব্যরত কোর্ট কনস্টেবল উজ্জল ও তোফাজ্জল হোসেন কিছুই বুঝে উঠতে পারেননি। পরে আসামিদের আদালতের কাঠগড়ায় উঠালে একজন আসামি কম হলে বিষয়টি ওই দুই কনস্টেবলের নজরে আসে।

 

এদিকে এ ঘটনার পরপরই আদালত চত্বরে ওই আসামিকে খোঁজার জন্য শেরপুর সদর থানা পুলিশ ও কোর্ট পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

 

পুলিশ সুপার মেহেদুর করিম ঘটনা শোনার পর তাৎক্ষনিকভাবে পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

 

 

 

 

রাইজিংবিডি/শেরপুর/২৫ মে ২০১৫/শাকিল আহমেদ/রিশিত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়