ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৭ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরের পানিতে ডুবে জোনায়েদ (৫) ও যোবায়ের (৩) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

 

বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত দুই ভাই স্থানীয় রমজান আলী বাড়ির স্ক্র্যাপ ব্যবসায়ী মো. হোসেনের ছেলে। নিহত এ দুই ভাই ছাড়া তাদের আর কোনো সন্তান নেই।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাই খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অলক্ষ্যে পুকুরে নেমে পড়ে। একপর্যায়ে তারা পুকুরে পানিতে ডুবে যায়।

 

এদিকে কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা দুই শিশুকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। অনেক খোঁজাঁখুজির পর একপর্যায়ে এ দুই সহোদরকে পুকুর ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষনিক স্থানীয় লোকজন দুইজনকে পানি থেকে উঠিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ মে ২০১৫/রেজাউল/রিশিত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়