ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

নড়াইলে মসজিদ-মাদরাসায় ফলজ গাছের চারা বিতরণ

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৬ জুলাই ২০২৪  
নড়াইলে মসজিদ-মাদরাসায় ফলজ গাছের চারা বিতরণ

নড়াইলে ‘আবাবিল সমাজকল্যাণ সংস্থা’ নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ ও কওমি মাদরাসায় ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে কালনা কওমি মাদরাসায় এসব গাছের চারা বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আয়াতুল্লাহ, আবাবিল সমাজকল্যাণ সংস্থার সদস্য রাবেয়া বসরিন মাহি, মুহাম্মদ মোস্তাক হুসাইনসহ প্রমুখ। 

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আয়াতুল্লাহ বলেন, বৃক্ষের চারা বিতরণের সময় প্রতিদিন সকাল থেকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রতিটি মাদরাসায় গিয়ে আম ও পেয়ারা গাছের চারা রোপণ করার মধ্যে দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন করেন।

উল্লেখ্য, ‘আবাবিল সমাজকল্যাণ সংস্থা’ নামের সেচ্ছাসেবী সংগঠনটি ২০২৩ সালের প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৮ হাজার। সংগঠনটি বৃক্ষ রোপণ, অসহায় পরিবারকে টিউবওয়েল দেওয়া, অর্থ দিয়ে পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের বই কিনে দেওয়া, এতিমদের দায়িত্ব নেওয়া, মাদরাসা ও মসজিদে সিমেন্ট প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছে।

শরিফুল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়