ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক কেজি আইস জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৭ সেপ্টেম্বর ২০২৪  
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক কেজি আইস জব্দ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), এক বোতল ভারতীয় এলএসডি ও এক বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিজিবির সাতক্ষীরা- ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত ১০টায় বিজিবির অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। 

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদকের চালান পাচার করে দেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক কাজী হুরমুজ আলীর নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের কেড়াগাছি এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাতে গেলে তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ওই স্থান থেকে এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), এক বোতল ভারতীয় এলএসডি ও এক বোতল বিদেশি মদ জব্দ করে।

শাহীন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়