ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

নড়াইলে কিশোর গ্যাং ও মাদক নির্মূল দাবিতে র‌্যালি

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১২ সেপ্টেম্বর ২০২৪  
নড়াইলে কিশোর গ্যাং ও মাদক নির্মূল দাবিতে র‌্যালি

নড়াইলে কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট নির্মূলের দাবিতে র‌্যালি, সমাবেশ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সচেতন যুব ও ছাত্র সমাজের উদ্যোগে র‌্যালি শহরের রুপগঞ্জ বাজারের সিকদার কমপ্লেক্স থেকে শুরু হয়ে নড়াইল প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাব চত্বরে সমাবেশ শেষে নড়াইল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাম্প প্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন এনসিটিএফের সাবেক সভাপতি রিয়াজ হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী লাবণ্য বিশ্বাস প্রমা, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌসুমী শারমিন তিশা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মাসুরা খানমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

আরো পড়ুন:

সমাবেশে বক্তারা বলেন, নড়াইলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। শিক্ষার্থীরা ঠিকমতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না। ইজিবাইকে উঠলে বিভিন্ন সময় মেয়েদের বিরক্ত করে। এ ছাড়া বিভিন্ন স্থানে মাদকসেবী ও সন্ত্রাসীরা ঝামেলা করে। রাস্তায় বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি চলছে। সেই সঙ্গে সিন্ডিকেট করে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। তাদের দাবি, প্রশাসন যেন দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়।
 

শরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়