ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বেনাপোল সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪  
বেনাপোল সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ 

ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে ১৯টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের ওজন সাড়ে চার কেজি। আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার ৪১০ টাকা। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ৪৯ বিজিবির সদস্যরা স্বর্ণের এই চালান জব্দ করে।

আটককৃত ব্যক্তির নাম মাহফুজ উল্ল্যাহ। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে।

আরো পড়ুন:

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় সন্দেহভাজন মাহফুজ উল্ল্যাহকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তার দেহে ১৯টি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। পরে স্বর্ণ জব্দ করা হয়। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া স্বর্ণের বারগুলো কাম্টমসে জমা দেওয়া হবে।

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়