ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সাতক্ষীরা সীমান্তে আটক ৩
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তিন জনকে আটক করেছে বিজিবি। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার কুরশাইল গ্রামের বিকাশ বাড়ই (৫৫), প্রভাতী বাড়ই (৫০) ও হুরবা বাড়ই (২০)।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তীতে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
শাহীন/কেআই