ঢাকা     বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৯ ১৪৩১

ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

ঝিনাইদহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১ অক্টোবর ২০২৪  
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

ফাইল ফটো

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটরায় গ্রামে সাপের কামড়ে শিউলি দাস (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

শিউলি দাস উপজেলার ছোটরায় গ্রামের লিটন দাসের স্ত্রী। তাদের দুইটি সন্তান রয়েছে।

স্বজনরা জানান, সোমবার রাত ২টার দিকে ঘরের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় একটি বিষাক্ত সাপ শিউলি দাসকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন স্থানীয় ওঝা ডেকে ঝাড় ফুক করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, মৃতের পরিবার থেকে এখনো থানায় কোনো তথ্য জানানো হয়নি। খোজ নেওয়া হচ্ছে।

শাহরিয়ার/ইমন 


সর্বশেষ

পাঠকপ্রিয়