কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য রউফের জামিন নামঞ্জুর
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ায় বিএনপি কর্মী সুজন মালিথা (৪৫) হত্যা মামলার আসামি সাবেক সংসদ সদস্য আবদুর রউফের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রউফের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কুষ্টিয়া সদর কোর্টের জিআরও ইস্কেন্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে আবদুর রউফকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন সকালে তাকে ঢাকা জেলার গোয়েন্দা শাখার নিকট হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, বিএনপি কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য আবদুর রউফসহ ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সুজন হোসেন নামে এক ব্যক্তি।
কাঞ্চন/কেআই