ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২৭ অক্টোবর ২০২৪  
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ

চুয়াডাঙ্গা পৌর এলাকায় শাহজামাল (৩০) নামে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে প্রতিপক্ষরা কুপিয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় থানা ছাত্রদলের এক নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যাযে প্রতিপক্ষরা শাহজামালের ওপর হামলা চালায়। আহত শাহজামাল চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক। 

আহত স্বেচ্ছাসেবক দল নেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে রেফার্ড করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।

ওসি বলেন, এই ঘটনায় মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি।

মামুন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়