ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

মেহেরপুরে আওয়ামী লীগের ২ নেতা আটক 

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৩০ অক্টোবর ২০২৪  
মেহেরপুরে আওয়ামী লীগের ২ নেতা আটক 

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রাক্তন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে আটক করেছে র‍্যাব।

বুধবার (৩০ অক্টোবর) ভোরে গাংনী শহরের নিজ নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

গাংনী থানার ওসি বনি ইসরাঈল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে। 

এমএ খালেক সদ্য সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং একেএম শফিকুল আলম ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

ফারুক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়