ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

মাগুরায় একতা কাঁচা বাজারে যৌথবাহিনীর অভিযান

মাগুরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ৪ নভেম্বর ২০২৪  
মাগুরায় একতা কাঁচা বাজারে যৌথবাহিনীর অভিযান

মাগুরার একতা কাঁচা বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। আজ সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুরে পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

অভিযানে আড়তে পণের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, চালান কপিতে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়।

এ যৌথ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট শাহরিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক প্রকাশ চন্দ্র সরকার। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহীন/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়