ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

নড়াইলে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ৪ নভেম্বর ২০২৪  
নড়াইলে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

ফাইল ফটো

নড়াইলে অতিরিক্ত মদপানে বিমানেশ কুমার অধিকারী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বিমানেশ ও তার কয়েকজন বন্ধু একসঙ্গে মদ পান করেন। পরের দিন বিমানেশ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

শরিফুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়