ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

খুলনায় অস্ত্র ও মাদকসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ৯ নভেম্বর ২০২৪  
খুলনায় অস্ত্র ও মাদকসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জব্দকৃত আলামত। গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ ইনসেট

খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনি গ্রেপ্তার হন। পরে তার বাসা থেকে মাদক ও দেশী অস্ত্র জব্দ করা হয়।

তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান, নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান বুলবুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আগেও থানায় মাদক ও অস্ত্র মামলা রয়েছে। নৌবাহিনী অভিযানে নেতৃত্ব দেয়।

নৌবাহিনীর সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তেরখাদা উপজেলাধীন সাচিয়াদহ বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে ১৭০ পিস ইয়াবা, একটি তালা কাটা মেশিন, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল সেট ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃত দীর্ঘদিন ধরে মাদক কারবার ও চোরাচালানের সঙ্গে জড়িত। তার নামে তেরখাদা থানায় দুইটি অস্ত্র ও মাদক মামলা রয়েছে। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়