ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

চুয়াডাঙ্গা সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১০ ডিসেম্বর ২০২৪  
চুয়াডাঙ্গা সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে স্বর্ণ জব্দ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৮০ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে এ্যাম্বুশ করেন। এসময় টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে উক্ত এলাকা অতিক্রম করতে দেখে। বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে। এসময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

আরো পড়ুন:

বিজিবি টহলদল প্যাকেটটি উদ্ধার করে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পোটলা পান। সেগুলোর মধ্য থেকে এক কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ হয়।

এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়