ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নড়াইলে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৬ ডিসেম্বর ২০২৪  
নড়াইলে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ফাইল ফটো

নড়াইলের লোহাগড়ায় মিষ্টি খানম (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া পূর্বপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিষ্টি খানম ওই গ্রামের সজীব শেখের মেয়ে ও পাঁচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেয় মিষ্টি। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে নামিয়ে আনে। পরে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা/শরিফুল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়