ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি    || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ১৭ ডিসেম্বর ২০২৪  
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদরের মুনজিতপুরের জামাল শেখের ছেলে জয় (২০) ও মাছখোলার গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে শিহাবউজ্জামান।

আরো পড়ুন:

সাতক্ষীরা সদর থানার (এসআই) দেলোয়ার হোসেন জানায়, বালুভর্তি ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। মোটরসাইকেল আরোহীরা সাতক্ষীরা শহরে ফিরছিলেন।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়