ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয় বাংলা স্লোগান দিতে দিতে কারাগারে গেল ১৭ আসামি

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ১৩ এপ্রিল ২০২৫  
জয় বাংলা স্লোগান দিতে দিতে কারাগারে গেল ১৭ আসামি

১৭ আসামিকে কারাগারে নেওয়া হয়

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার লোহাগড়ার থানায় দুটি মামলায় লোহাগড়া উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে লোহাগড়া আমলী আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এ আদেশ দেন।

আরো পড়ুন:

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দুটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৭ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক হেলাল উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে সকল আসামির কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন শুনানির সময় আদালত চত্বরে সেনা ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে আসামিদের জামিন নামঞ্জুর হওয়ায় তাদের নড়াইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আসামিরা জয় বাংলা স্লোগান দিতে দিতে কারাগারে যায়। 

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়