ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে : ম্যাথুস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে : ম্যাথুস

অ্যাঞ্জেলো ম্যাথুস

ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কা দলের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসকে। বিষয়টি ঠিক মেনে নিতে পারছেন না এই অলরাউন্ডার। বলছেন, এশিয়া কাপে দলের ব্যর্থতার জন্য তাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।

এশিয়া কাপে একটি ম্যাচও জেতেনি শ্রীলঙ্কা। বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে হেরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। সোমবার অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ম্যাথুসকে।

টানা চার বছরের বেশি সময় অধিনায়ক থাকার পর গত বছর নিজ থেকেই দায়িত্ব ছেড়েছিলেন ম্যাথুস। চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচ হওয়ার পর চলতি বছরের শুরুতে তাকে আবার দায়িত্বে ফেরানো হয়। কিন্তু দশ মাস পরই এশিয়া কাপের ব্যর্থতায় অধিনায়কত্ব হারালেন ৩১ বছর বয়সি অলরাউন্ডার।

বোর্ডের এই সিদ্ধান্ত মানতে পারছেন না ম্যাথুস। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার কাছে পাঠানো এক চিঠিতে ম্যাথুস লিখেছেন, ‘আমি খুবই অবাক হয়েছি এমন সিদ্ধান্তে। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার বাজে পারফরম্যান্সের খেসারত হিসেবে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে।’

পুরো দলের ব্যর্থতার দায়ভার শুধু নিজের কাঁধে নিতে নারাজ ম্যাথুস, ‘আমি দায় নিতে প্রস্তুত, তবে শুধু আমার ওপর দায় চাপালে সেটি বিশ্বাসঘাতকতা এবং আমাকে সরানোর চেষ্টা বলেই মনে হয়। আপনি জানেন, নির্বাচকমণ্ডলী এবং প্রধান কোচের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাই হারের পর শুধু অধিনায়ককে দায়ী করাটা উচিত নয়। তবে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা মাথা পেতে নিচ্ছি।’

অধিনায়কত্ব হারানো ম্যাথুস অবসরের আভাসও দিয়েছেন, ‘নির্বাচকমণ্ডলী এবং প্রধান কোচ যদি মনে করেন আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার মতো ফিট নই এবং দলে জায়গা পাওয়ার মতো যোগ্য নই, তাহলে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নেব। কারণ আমি দলের জন্য বোঝা হয়ে থাকতে চাই না।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়