ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘দেশে হামলার আশঙ্কা নেই’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশে হামলার আশঙ্কা নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশ সদরদপ্তর থেকে এসপি, ডিসি, ওসিসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ পৌঁছে দেয়া হয়েছে বাড়তি সতর্কতার। শ্রীলঙ্কার বোমা হামলার পর এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, মাঠ পর্যায়ের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। শবে বরাত ও ইস্টার সানডে সামনে রেখে কেউ নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে, সেজন্য পুলিশ বাহিনীর প্রস্তুতি রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

‘‘তবে এ দুই ধর্মীয় অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হামলার হুমকি কিংবা আশঙ্কা নেই। গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে।’’

শ্রীলঙ্কার ধর্মীয় উপাসনালয় ও হোটেলসহ বিভিন্নস্থানে বোমা হামলায় দেড় শতাধিক নিহত হয়েছে। এ প্রেক্ষাপটে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। 

সরেজমিন দেখা গেছে, কূটনৈতিক পাড়া গুলশান, ধানমন্ডি, বনানী ও বারিধারায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা রয়েছে। প্রতিটি পয়েন্টে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন হলে তল্লাশি করছে। পুলিশের সঙ্গে র‌্যাবের টহল চোখে পড়েছে।

গুরুত্বপূর্ণ স্থাপনায় নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৯/মাকসুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়