ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তথ্য গোপন করে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৫, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তথ্য গোপন করে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা টিনশেড বাড়িটি দেড় মাস আগে ভাড়া নেয় সন্দেহভাজন দুই জঙ্গি। ভাড়া নেওয়ার সময় নাম-ঠিকানা জানায়নি তারা। আটকের পর বাড়ির তত্ত্বাবধায়ক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ তথ্য জানান।

র‌্যাব জানায়, বাসার কেয়ারটেকার সোহাগ, তার স্ত্রী মৌসুমী ও বাসার কাছের একটি মসজিদের ইমাম ইউসুফকে আটক করা হয়েছে।

সোহাগ র‌্যাবকে জানান, সন্দেহভাজন দুই যুবক দেড় মাস আগে বাসাটি ভাড়া নেয়। বাসাটিতে চারটি রুমে চার পরিবার থাকে। সোহাগ ডিশের ব্যবসা করেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান রাইজিংবিডিকে বলেন, ‘আমরাও বাসা ভাড়া নেওয়ার তথ্য এমনই পেয়েছি। জঙ্গিরা বাসা ভাড়া নেওয়ার আগে তথ্য গোপন করেছে।’

উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব। পরে আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। এরপরই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব।



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়