ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

মোয়াজ্জেমের মামলার চার্জ শুনানি আজ

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৬, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোয়াজ্জেমের মামলার চার্জ শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক : নুসরাত জাহান রাফির যৌন হয়রানির বিষয়ে জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগের মামলায় সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের চার্জ শুনানি আজ।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের চার্জ শুনানির জন্য রোববার দিন ধার্য আছে।

সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে চার্জ শুনানি অনুষ্ঠিত হবে। এদিন মোয়াজ্জেম হোসেনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম (শামীম)।

সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে ফেসবুকে লাইভ করে আলোচিত সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন গত ১৫ এপ্রিল আদালতে মামলাটি দায়ের করেন।  এ মামলায় গত ২৭ মে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা মোয়াজ্জেমের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন আমলে নিয়ে ওই দিনই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।  পরোয়ানা জারির ২০ দিন পর ১৬ জুন মোয়াজ্জেম হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।  পরদিন তাকে একই ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন একই বিচারক।


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ