ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ডিজিটাল ফরেনসিক ল্যাব হচ্ছে দুদকে

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিজিটাল ফরেনসিক ল্যাব হচ্ছে দুদকে

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনে (দুদক) ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির ৩০ জন কর্মকর্তার সাত দিনের অনুসন্ধান ও তদন্ত সংক্রান্ত প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

দুদক সচিব বলেন, অভিযোগের অনুসন্ধান ও তদন্তে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই ডিজিটাল ফরেনসিক ল্যাবোরেটরি স্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণে যা শিখবেন তা কর্মক্ষেত্রে ব্যবহার করবেন। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতাকে শাণিত করুন।


রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়