ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

মশার অত্যাচারে থানায় জিডি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৪, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মশার অত্যাচারে থানায় জিডি

জ্যেষ্ঠ প্রতিবেদক :  বাসায় মশার অত্যাচার সইতে না পেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন রাজধানীর পল্লবীর এক বাসিন্দা। 

মঙ্গলবার রাতে ইউসুফ আহমেদ নামে ওই ব্যক্তি পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার দুপুরে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, এখানে পুলিশের করার কিছুই নেই। তারপরও জিডির বিষয়টি সিটি করপোরেশনকে জানানো হবে।

 

ইউসুফ জিডিতে বলেছেন, আমি উত্তর সিটি করপোরেশনের কালশী এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি বাসার ট্যাক্স থেকে শুরু করে করপোরেশনের সব ধরনের দায় দেনা নিয়মিত পরিশোধ করছি। কিন্তু নতুন কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর একদিনও মশার ওষুধ ছিটানো হয়নি। মশার অত্যাচারে আমি ও আমার পরিবারের সদস্যরা অতিষ্ঠ।

বিষয়টি কাউন্সিলরকে ফোন করে জানালেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে জিডিতে উল্লেখ করেছেন ইউসুফ আহমেদ।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়