ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বিপুল অর্থসহ যুবলীগ নেতা শামীম আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপুল অর্থসহ যুবলীগ নেতা শামীম আটক

ক্যাসিনো সংশ্লিষ্ট্রতার অভিযোগে যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কার্যালয় থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, শুক্রবার দুপুরে নিকেতনে শামীমের কার্যালয় ঘিরে ফেলে র‌্যাব। দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। শামীমের কার্যালয় এখনো ঘিরে রেখেছে র‌্যাব। অভিযানে শামীমের আরও ছয় সহযোগীকে আটক করা হয়েছে।

অভিযোগ রয়েছে, সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম। বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্ত মন্ত্রণালয়ে শামীমই ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি। তিনি এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক। অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

ঢাকা/মাকসুদ/শাহেদ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়