ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আবরারের ময়নাতদন্ত আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ১০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবরারের ময়নাতদন্ত আজ

রাজধানী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের লাশের ময়নাতদন্ত করা হবে। আজ রোববার নোয়াখালী জেনারেল হাসপাতালে এ তদন্ত হওয়ার কথা রয়েছে।

রোববার দুপুরে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল আলীম রাইজিংবিডিকে বলেন, ৬ নভেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে আবরারের বাবা মামলা করেন।  বাদির জবানবন্দি গ্রহণ শেষে লাশটি কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত।

দাফনের আট দিনের মাথায় শনিবার কবর থেকে তার লাশ তোলা হয়।  তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ময়নাতদন্ত সম্পন্ন হয়নি।

উল্লেখ্য, গত ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে আয়োজিত কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কিআনন্দ অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় আবরার। তাৎক্ষণিকভাবে তাকে ইউনিভার্সাল হাসপাতালে নেওয়া হয়।  পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে আবরারের লাশ দাফন হয়।  তবে এরপর থেকে তার সহপাঠী এবং স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করে আসছে, আয়োজক কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে।    


ঢাকা/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়