ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

মডেল টেস্ট ও কোচিংয়ের নামে টাকা আদায় বন্ধে রুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মডেল টেস্ট ও কোচিংয়ের নামে টাকা আদায় বন্ধে রুল

রাজধানীর ভিকারুননিসা স্কুল অ‌্যান্ড কলেজের পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পূর্বে মডেল টেস্ট ও কোচিংয়ের নামে টাকা নেয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ভিকারুননিসা স্কুল অ‌্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আসন সংখ্যার অতিরিক্ত শতকরা ১১ ভাগ ভর্তি কেন অবৈধ হবে না- রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

পরে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ বলেন, ভিকারুননিসা স্কুল অ‌্যান্ড কলেজের পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পূর্বে মডেল টেস্টের নামে ৫ হাজার টাকা  ও কোচিংয়ের নামে ১ হাজার দুইশ থেকে ২ হাজার টাকা আদায় করে। এছাড়া কলেজে নিয়মানুযায়ী প্রতি সেকশনে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করার কথা। কিন্তু সেখানে ১৭০ জন শিক্ষার্থী ভর্তি করে। এই বিষয় চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। আদালত রিটের শুনানি নিয়ে রুল জারি করেছেন।


ঢাকা/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়