ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

লক্ষ্মীপুরের সাংসদ পাপলুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরের সাংসদ পাপলুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু

দুর্নীতির অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপলুর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন। শিগগিরই অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানা গেছে।

দুদক পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল সই করা চিঠিতে লক্ষ্মীপুর-২ আসনের সদস্য ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক কাজী শহিদ ইসলাম পাপলুর বিরুদ্ধে অবৈধভাবে গ্রাহককে লোন বরাদ্দসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থপাচার ও শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে ১৭৪ পাতার নথিপত্র যোগ করা হয়েছে বলে উল্লেখ আছে।


ঢাকা/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়