ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিলট্রেড ইঞ্জিনিয়ারিংয়ের ৬১ ব্যাংক হিসাব ফ্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিলট্রেড ইঞ্জিনিয়ারিংয়ের ৬১ ব্যাংক হিসাব ফ্রিজ

প্রায় সাড়ে ৫০ কোটি টাকা ভ্যাট বকেয়া থাকায় বিল্ডিং স্ট্রাকচার তৈরির কারখানা বিলট্রেড ইঞ্জিনিয়ারিংয়ের ৬১টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ।

ভ্যাট আইন অনুসারে মঙ্গলবার প্রতিষ্ঠানটির নামে সব ধরনের অ্যাকাউন্ট অপরিচালনযোগ্য (ফ্রিজ) করার নোটিশ ইস্যু করা হয়েছে। এই প্রক্রিয়ায় বকেয়া ভ্যাট আদায় না হলে প্রতিষ্ঠানের নামে ইস্যুকৃত বিআইএন লক করাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া  হবে।

ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভ্যাট কর্তৃপক্ষ জানায়, ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ ৫০ কোটি ২৪ লাখ টাকার বকেয়া ভ্যাট অনাদায়ী থাকায় একটা বিল্ডিং স্ট্রাকচার তৈরির কারখানার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। প্রতিষ্ঠানটির নাম মেসার্স বিলট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, কালামপুর, ধামরাই, মানিকগঞ্জের ভ্যাট নিবন্ধন নম্বর ০০০২৯৯০২৯০৪০৪। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলেন এনায়েতুর রহমান।

ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পূর্বে দুটি মামলা হয়। এর একটিতে ২৬ কোটি ৬৮ লাখ টাকা এবং অন্যটিতে ২৫ কোটি ৫৬ লাখ টাকার ভ্যাট ফাঁকি জড়িত। প্রথম মামলায় প্রতিষ্ঠানটি চারটি ট্রেজারি চালানের মাধ্যমে ২ কোটি টাকা জমা দেয়। তবে বাকি ৫০ কোটি ২৪ লাখ টাকা জমা না দিয়ে তারা কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালে আপিল দায়ের করে। কিন্তু ট্রাইব্যুনাল তাদের এই আপিল খারিজ করে দেয়।

এরপর ভ্যাটের টাকা পরিশোধ করার জন্য ভ্যাট আইন অনুসারে পৃথকভাবে পরপর দুইবার নোটিশ দেওয়া হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে। নোটিশের পরিপ্রেক্ষিতে বকেয়া টাকা জমা না দেওয়ায় ভ্যাট আইন অনুযায়ী তাদের ব্যাংক অ্যাকাউন্ট অপরিচালনযোগ্য করার সিদ্ধান্ত হয়। এরপর আজ ৬১টি ব্যাংকে এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়। যার অনুলিপি এনবিআরের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া হয়েছে।

ভ্যাট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকলে ১৫ দিন অপরিচালনযোগ্য থাকবে মর্মে নোটিশে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে উক্ত বকেয়ার টাকা পরিশোধ না করলে অ্যাকাউন্ট থেকে উক্ত টাকা কর্তন করে নির্ধারিত হিসাবে সরকারি কোষাগারে জমা করে ভ্যাট কর্তৃপক্ষকে জানাতেও অনুরোধ করা হয়।

 

ঢাকা/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়