ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লিবিয়ায় বাংলাদেশি হত্যা: কামাল হোসেন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লিবিয়ায় বাংলাদেশি হত্যা: কামাল হোসেন রিমান্ডে

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা মামলায় মানবপাচারকারী কামাল হোসেনের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৩ জুন) কামাল হোসেনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। এ ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২২টি মামলা করা হয়েছে।

 

ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়