ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাপুলের বিষয়ে তথ্য সংগ্রহ করছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাপুলের বিষয়ে তথ্য সংগ্রহ করছে সিআইডি

মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুয়েতে আটক হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৬ জুলাই) ‍দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান ও অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য জানান।

শহিদ ইসলাম পাপুলের বিষয়ে সিআইডি কী ব্যবস্থা নিয়েছে কি না, জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে সকল প্রকার তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এটি আন্তর্জাতিক ইস্যু হওয়ায় অনেক বিষয় বিবেচনা করে কাজ করতে হচ্ছে। আশা করি, খুব শিগগিরই এ বিষয়ে জানাতে পারব। ’

মানবপাচারের সঙ্গে যুক্ত গডফাদাররা সিআইডির নজরদারিতে আছে বলেও জানান সংস্থাটির প্রধান।


ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়