ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

অধস্তন আদালতে ফৌজদারি রুলস মেনে চলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অধস্তন আদালতে ফৌজদারি রুলস মেনে চলার নির্দেশ

দেশের সব অধস্তন আদালতে ফৌজদারি রুলস অ‌্যান্ড অর্ডার মেনে চলার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ‌্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে।

সার্কুলারে বলা হয়, মামলার রায়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিচারিক আদালতসমূহে ফৌজদারি রুলস অ‌্যান্ড অর্ডার-২০০৯ (ভলিয়ম-১) এর রুল ২০৯ যথাযথভাবে মানা হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় ফৌজদারি রুলস অ‌্যান্ড অর্ডার-২০০৯ (ভলিয়ম-১) এর রুল ২০৯ যথাযথভাবে মানার জন্য সবাইকে নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট প্রশাসন।


ঢাকা/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়