ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডা. সাবরিনা বরখাস্ত

সচিবালায় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডা. সাবরিনা বরখাস্ত

জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য বিভাগের সচিব মো. আব্দুল মান্নান সই করা এক অফিস আদেশ এ তথ‌্য জানানো হয়েছে।

জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অফিস আদেশ বলা হয়েছে, ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।  সরকারি কর্মকর্তা হয়ে সরকারের অনুমতি ব্যতীত বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকা এবং অর্থ আত্মসাৎ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল), বিধিমালা ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।  এজন্য ডা. সাবরিনাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ১২ (১) বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।

আরও পড়ুন

** সাবরিনার বিরুদ্ধে প্রতারণার সুনির্দিষ্ট তথ্য আছে: ডিসি হারুন

** জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেপ্তার


আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়