ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়েব সিরিজ থেকে অশ্লীল অংশ ৭ দিনের মধ‌্যে সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৫, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ওয়েব সিরিজ থেকে অশ্লীল অংশ ৭ দিনের মধ‌্যে সরানোর নির্দেশ

ইন্টারনেটে থাকা ওয়েব সিরিজগুলো থেকে অশ্লীল অংশ এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৫ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

আইনজীবী বলেন, ‘গত ৬ জুন বাংলাদেশি ওয়েব সিরিজ সংক্রান্ত একটি রিপোর্ট দেখি বেসরকারি একটি টিভি চ্যানেলে,দেখার পর ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়ে ১৪ জুন বিবাদীদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে কোনো ধরনের অগ্রগতি না দেখায় গত ১২ জুলাই জনস্বার্থে একটি রিট করি।’

‘রিটের শুনানি নিয়ে আদালত আগামী এক সপ্তাহের মধ্যে সব ওটিটি (OTT) প্ল্যাটফর্ম থেকে বিবাদীদেরকে ওই অনৈতিক এবং নিন্দনীয় আইনবহির্ভূত ভিডিও কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন।একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে বিটিআরসিকে একটি রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে যে,কীভাবে তারা সরকারি রেভিনিউ কালেক্ট করেন, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে যেমন তারা করছেন নেটফ্লিক্স এর ক্ষেত্রে।’

 

ঢাকা/মেহেদী/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়