ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মাদক ব্যবসায়ী পাপিয়া রিমান্ডে

এমএ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদক ব্যবসায়ী পাপিয়া রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবর থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ফারহানা আক্তার পাপিয়ার (২২) রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

 

সোমবার ঢাকার দুই মহানগর হাকিম পাপিয়াকে রিমান্ডের আদেশ দেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম অস্ত্র মামলায় এবং মাদক মামলায় সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

 

শুনানি শেষে অস্ত্র মামলায় ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির দুই দিন এবং মাদক মামলায় আরেক মহানগর হাকিম আবু সাঈদ একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

পুলিশ জানায়, পাপিয়া আদাবর থানাধীন শেখের টেক এলাকায় ইয়াবা ও হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত।

 

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘রোববার রাত সোয়া ৯টার দিকে শেখের টেক-এর একটি বাসা থেকে পাপিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৪০০ ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

 

মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাপিয়া স্বীকার করেছেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আর মাদকদ্রব্য বেচাকেনার সময় নিরাপত্তার জন্য তিনি পিস্তল সঙ্গে রাখতেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৬/এমএ খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়