ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

জাহালম মামলার আসামি আমিনুলকে জিজ্ঞাসাবাদ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাহালম মামলার আসামি আমিনুলকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: আলোচিত জাহালম মামলার অন্যতম প্রধান আসামি আমিনুল হক সরকারকে আবারো জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার কেরানিগঞ্জ কারাগার থেকে তাকে দুদক কার্যালয়ে আনা হয়েছে। বেলা ১২ টা ৪৫ মিনিটে তাকে দুদকে আনার পর জিজ্ঞাসাবাদ করছেন সহকারি পরিচালক গুলশান আনোয়ার প্রধান। দুদকের জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে জুন মাসে সাত দিনের রিমান্ডে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ঘটনায় পুন:তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু তদন্তকালে ঠাকুরগাঁওয়ের সালেকের বদলে টাঙ্গাইলের জাহালমকে আসামি করা হয়। আসামি হিসেবে তাকে আবু সালেক ওরফে জাহালম হিসেবে উল্লেখ করা হয়। ফলে সালেকের স্থলে তিন বছর কারাগারে কাটাতে হয়েছে টাঙ্গাইলের জাহালমকে।

বিষয়টি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর ৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে থাকার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুদক চেয়ারম্যানের প্রতিনিধি ও মামলার বাদীসহ চারজনকে তলব করে হাইকোর্ট।  একটি দৈনিক পত্রিকায় ‘৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে’ ‘‘স্যার, আমি জাহালম, সালেক না…” শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর আদালতের নজরে আনা হয়।

আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির দায়ে ৩৩টি মামলা হয়। কিন্তু আবু সালেকের বদলে জেল খেটছেন জাহালম। তিনি পেশায় পাটকল শ্রমিক।  অভিযোগ থেকে অব্যাহতির পর বর্তমানে তিনি জামিনে আছেন।


রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/ এম এ রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়