ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

অব্যাহতি পেলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অব্যাহতি পেলেন ব্যারিস্টার সুমন

হিন্দু ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশের দেয়া প্রতিবেদন আমলে গ্রহণ করেন ব্যারিস্টার সুমনবে অব্যাহতির আদেশ দেন।

এর আগে রাজধানীর ভাষানটেক থানার পুলিশ ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ধর্ম অবমাননার ঘটনা ঘটেনি মর্মে প্রতিবেদন দাখিল করে তাকে অব্যাহতি আবেদন করেন।

রোববার পুলিশের প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। এ সময় বাদী নারাজি আবেদন করেননি। এজন্য আদালত পুলিশের দেওয়া প্রতিবেদন গ্রহণ করে মামলার অভিযোগ থেকে ব্যারিস্টার সুমনকে অব্যাহতির আদেশ দেন।

গত ২২ জুলাই ডেলটা লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা গৌতম কুমার এ মামলা দায়ের করেন।

বাদীর অভিযোগ, ১৯ জুলাই ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফেসবুকে হিন্দু ধর্ম নিয়ে অশ্লীল বক্তব্য দেন। তিনি মিথ্যা ও চরম আপত্তিকর মন্তব্য করেছেন। যার ফলে হিন্দুসমাজ তথা গোটা জাতির মধ্যে এ বিষয় নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।



ঢাকা/মামুন খান/নাসিম

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়